প্রকাশিত: Wed, Jul 5, 2023 8:45 PM আপডেট: Mon, Jan 26, 2026 11:54 AM
[১]মহাখালীর সাততলা বস্তিতে নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হিরো আলম
মাসুদ আলম: [২] বুধবার দুপুরের এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। এরপর নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন হিরো আলম।
[৩] তিনি বলেন, মহাখালীর সাততলা বস্তিতে প্রচারে গিয়েছিলাম। সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বস্তির গেটে আমাদের জানায়, আমরা সেখানে প্রবেশ করতে পারব না। কারণ হিসেবে তারা জানায়, সেখানে তারা মোহাম্মদ এ আরাফাত (নৌকার প্রার্থী) ভাইয়ের প্রচার-প্রচারণা চালাবে। ওরা জয়বাংলার স্লোগান দিয়ে মহিলা বাহিনী দিয়ে আমার ও অনুসারিদের ওপর হামলা করে। তারা আমাদের ইট ছুড়েছে ও জুতা মেরেছে। আমাদের একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমি চাই না আমার জন্য কোনো মায়ের বুক খালি হোক। তারা বলছে নৌকা মার্কা ছাড়া কোনো ভোটার ঢুকতে পারবে না। এ নির্বাচন কোনোভাবে সুষ্ঠ হবে না। প্রচারণায় আমার সঙ্গে পুলিশ দিতে হবে।
[৪] প্রত্যক্ষদর্শী মো. আরিফ বলেন, দুপুর ১২টায় হিরা আলম তার লোকজন নিয়ে সাততলা বস্তিতে প্রবেশ করতে গেলে ২০-২৫ জন নারী-পুরুষের একটি দল হিরো আলমকে বাধা দেয়। বাধা এড়িয়ে বস্তিতে প্রবেশের চেষ্টা করলে তার ওপর হামলা করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে হতাহাতির ঘটনা ঘটে। এই হামলায় স্থানীয় এক কাউন্সিলর নেতৃত্ব দেন।
[৫] বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, হিরো আলম প্রচারণা চালাতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাাবিক করে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
[৬] বনানী থানা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা বলেন, হিরো আলমের ওপর আওয়ামী লীগের কেউ হামলা করেনি। তিনি বস্তিতে প্রবেশ করতে গেলে বস্তির কিছু লোকজন বলেন আপনাকেতো কোনো দিন আমাদের আপদেবিপদে দেখা যায়নি। আপনি পাস করে আমাদের জন্য কি করবেন। এসব বিষয় নিয়ে তর্কাকর্তির এক পর্যায় উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
[৭] এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করব, তারপর ব্যবস্থা নেব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি